ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় সাক্ষাতে প্রস্তুত পুতিন

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে কোনো সময় কথা বলতে বা সাক্ষাৎ করতে প্রস্তুত।

রুশ প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

এ সময় এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন বলেন, ‘অবশ্যই, আমি এই কথোপকথনের জন্য যে কোনো সময় প্রস্তুত। তিনি (ট্রাম্প) যদি চান তাহলে সাক্ষাৎ করতেও প্রস্তুত আছি’।

তবে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কোনো সময় নির্ধারিত হয়নি বলেও জানান রুশ নেতা। তিনি উল্লেখ করেন, ‘আমি জানি না আমরা কখন দেখা করব। কারণ তিনি এ বিষয়ে কিছু বলেননি। গত চার বছরের বেশি সময় ধরে আমি তার সঙ্গে কোনো কথা বলিনি’।

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, ইউক্রেন সংকট সমাধানে মস্কো ওয়াশিংটনের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত। তবে এখনও ট্রাম্পের তরফ থেকে কোনো গুরুতর প্রস্তাব পাওয়া যায়নি।

জাখারোভা আরও উল্লেখ করেছেন, সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছে নিয়মিতভাবে প্রশ্ন আসছে যে, তারা ট্রাম্প এবং তার দলের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত কি না।

রুশ সরকারের এই মন্তব্য দুই দেশের মধ্যে ভবিষ্যতে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নির্দেশ করে। যদিও সময়সূচি বা নির্দিষ্ট প্রস্তাব সম্পর্কে এখনও কোনো অগ্রগতি হয়নি। তবে এটি আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে।

সূত্র: তাস

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com