কক্সবাজারের উখিয়া ক্যাম্পে খেলার সময় পাহাড়ধসে শিশু নিহত

0

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে খেলার সময় পাহাড়ধসে এক রোহিঙ্গা শিশু নিহত এবং আরও দুই শিশু আহত হয়েছে।

নিহত শিশুর নাম সৈয়দ উল্লাহ (১১)। সে উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এফ/১৬ এর ইমান হোসেনের ছেলে।

আহতরা হলো ১৪ নম্বর ব্লক-এ/৪ এর মো. তৈয়বের ছেলে সৈয়দ নুর (১৫) ও একই ক্যাম্পের মো. জুনায়েদের ছেলে এনায়েতুর রহমান (১৬)।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার রোহিঙ্গা ১৪ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, উখিয়ার জামতলি ১৪ নম্বর এর ডি/৩ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের সীমানায় কয়েকজন রোহিঙ্গা শিশু খেলা করছিল। হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে তিন শিশু মাটিচাপা পড়ে যায়। তাৎক্ষণিকভাবে অন্যান্য রোহিঙ্গারা মাটি খুঁড়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তাদের উদ্ধার করে জামতলি এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে শিশু সৈয়দ উল্লাহকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুই শিশু চিকিৎসাধীন।

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত রোহিঙ্গা শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com