জাতিসংঘের ফোরামে প্রথম তৃতীয় লিঙ্গের প্রতিনিধি পাকিস্তানের আয়েশা মুঘল
তিনি জাতিসংঘের নারীর প্রতি সকল সহিংসতা বন্ধের কনভেনশন- সিইডিএডাব্লিউ’র পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে কাজ করবেন।
পাকিস্তানের মানবাধিকার বিষয়ক মন্ত্রনালয় জেনেভা সফররত এই প্রতিনিধি দলের একটি ছবি টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে। এর আগে আর কোনও দেশের তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সিইডিএডাব্লিউতে অংশ নেননি।
পাকিস্তান সরকার রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ক্ষমতায়নের কার্যক্রম হাতে নিয়েছে। পাকিস্তান প্রথম দেশ, যারা পুলিশ বাহিনীতে তৃতীয় লিঙ্গের সদস্য নিয়োগ দিয়েছে। এই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা প্রণয়ন করেছিলেন আয়েশা।
আয়েশা মুঘল একজন তৃতীয় লিঙ্গ বিশেষজ্ঞ এবং দেশটির মানবাধিকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। আগে থেকেই তিনি তৃতীয় লিঙ্গের অধিকার প্রতিষ্ঠায় বেশ উচ্চকণ্ঠ।