কাশ্মীর সঙ্কট নিয়ে তুরস্কের কণ্ঠ বরাবরই স্বোচ্চার থাকবে, পাকিস্তানি পার্লামেন্টে -এরদোগান

0

পাকিস্তান সফররত তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে এ মন্তব্য করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি আরও বলেন, দু’দেশের সম্পর্ক স্বার্থের ওপর ভিত্তি করে নয় বরং এর ভিত্তি হলো ভালোবাসা।

কাশ্মীর সঙ্কট সমাধানে সংঘাতের বিপরীতে ন্যায়বিচারই একমাত্র উপায় উল্লেখ করে এরদোগান বলেন, এর সমাধান হলে ভারত-পাকিস্তান উভয়েই লাভবান হবে। এই ইস্যুতে তুরস্কের অবস্থান বরাবরের মতো ন্যায়বিচার, শান্তি এবং সংলাপের পক্ষে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ইতিবাচক দায়িত্ব পালন করছে দাবি করে দেশটির প্রশংসাও করেন তুর্কি প্রেসিডেন্ট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com