দেশের স্বাধীনতা রক্ষায় রয়েছে জিয়া পরিবারের অবদান: যুবদল সভাপতি

0

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের অবদান রয়েছে। এই স্বাধীন রাষ্ট্রের অভ্যুত্থানের প্রথম লগ্ন শুরু হয়েছিল জিয়াউর রহমানের হাতে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চট্টগ্রামে কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচি শুরুর প্রাক্কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

খাল কাটা কর্মসূচি, স্বনির্ভর বাংলাদেশ, কৃষি বিপ্লব এবং জনশক্তি রপ্তানিতে শহিদ জিয়ার অবদান রয়েছে জানিয়ে আব্দুল মোনায়েম মুন্না বলেন, জিয়াউর রহমানের অত্যন্ত সংক্ষিপ্ত শাসনামলে বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে।

অনেকেই জানে না, ইরাক-ইরান যুদ্ধ বন্ধে তাঁর অসামান্য অবদান রয়েছে। কৃতিত্ব ও কীর্তির মাধ্যমে তিনি নিজেকে একজন ক্ষণজন্মা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। প্রকৃতপক্ষে তিনি একজন রাষ্ট্রনায়ক ছিলেন। রাষ্ট্রনায়ক হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছেন। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতায় যখন বাংলাদেশের মানুষ অনিশ্চয়তা এবং অন্ধকার জীবনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন সাহসী কণ্ঠে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইতিহাস রচনা করে গিয়েছেন। তাঁর সংক্ষিপ্ত বর্ণাঢ্য জীবন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বর্ণাঢ্য কর্মযজ্ঞ নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে। গত ১৬ বছর বাংলাদেশের অনেক অন্যায় হয়েছে, তার মধ্যে বড় অন্যায় ছিল ইতিহাস বিকৃত করা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান মানুষের হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য সমস্ত পাঠ্যপুস্তক থেকে তাঁর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অঙ্কিত রয়েছে, এটা কখনও বাদ দেওয়া সম্ভব হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com