আমরা সবাই মিলে চট্টগ্রাম শহরকে সুন্দর করে গড়ে তুলতে চাই: ডা. শাহাদাত

0

চট্টগ্রামে পৌঁছে সংবর্ধিত হয়েছেন সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান মেয়র। এরপর পুরাতন রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। এ শহর আমার একার নয়, আমাদের সবার। সত্তর লাখ মানুষের শহর। আমরা সবাই মিলে এক যুগে শহরকে সুন্দর করে গড়ে তুলতে চাই। একটা পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ শহর হবে ক্লিন সিটি, গ্রিন ও হেলদি। এ লক্ষ্যে আমি কাজ করবো।’

তিনি আরও বলেন,’বিগত আওয়ামী লীগ শাসনামলে সারা বাংলাদেশে ৬০০-এর অধিক গুম হয়েছে। বিচারবহির্ভূত হত্যা হয়েছে। অসংখ্য মানুষ মামলা নির্যাতনের শিকার হয়েছেন। চট্টগ্রামসহ সারা দেশে এক লাখ মামলায় ৬০ লাখ আসামি করা হয়েছে। এত নির্যাতনের পরও একজন কর্মীও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি। এটাই হচ্ছে বড় পাওয়া।’

সংবর্ধনা অনুষ্ঠানে নগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সকাল থেকে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে উপস্থিত হন। লোকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা।

সংবর্ধনা সভা শেষে ডা. শাহাদাত হোসেন হজরত আমানত শাহ (রা.) ও হজরত বদর শাহ (রা.) মাজারে গিয়ে জিয়ারত করেন। এরপর তিনি লালদীঘি পাড়সংলগ্ন চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এরপর তিনি বিকালে টাইগারপাস চসিক কার্যালয় ভবনে যাবেন। সেখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com