আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন, জঞ্জাল যা আছে, সাফ করে ফেলুন: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল যা আছে, সাফ করে ফেলুন। দায়িত্বটা আপনাদের দেওয়া হয়েছে। আমরা সব সময় সহযোগিতা করছি, আপনারাও সহযোগিতা করেন। পদে পদে আমরা উসখুস করছি, ক্ষমতায় যেতে চাচ্ছি, এই সমস্ত কথা বলে মানুষের মনকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না। যত দেরি করবেন, তত হাসিনারা আবার ফিরে আসবে।’

গতকাল রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বিলম্ব না করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়ে বলেন, ‘পরিষ্কার কথা—আবারও চক্রান্ত করে বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করতে যাবেন না। এটা বাংলাদেশের মানুষ কখনই মেনে নেবে না। একবার বিরাজনীতিকরণ মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবেন না।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারকে বিশিষ্ট একজন ব্যক্তি নেতৃত্ব দিচ্ছেন। তিনি ড. ইউনূস (মুহাম্মদ ইউনূস) সাহেব। আমরা তাঁকে খুবই শ্রদ্ধা করি, আপনার অনেক সুনাম। সেই সুনামকে রক্ষা করাই এখন আপনার সবচেয়ে বড় কাজ। যে দায়িত্ব আপনার ওপর পড়েছে, সে দায়িত্ব হচ্ছে—আপনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দেবেন। অর্থাৎ সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আমি ক্ষমতার কথা বলি না, বলি দায়িত্ব দিতে হবে।’

এ সময় জ্বালানি উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘নাম বলব না। আজকে (রোববার) একজন উপদেষ্টা বলেছেন, রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে। এটা খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা আশা করিনি, এই মাপের একজন মানুষ এ ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদেরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করি না। আমরা বাংলাদেশকে হাসিনামুক্ত করার জন্য কাজ করেছি। জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা তো ক্ষমতায় যেতেই চাই। রাজনৈতিক দল তো করিই সে জন্য। নির্বাচন করব, ক্ষমতায় যাব। এটার জন্যই তো আমরা রাজনীতি করছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com