ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমালো সিনেট
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমালো দেশটির সিনেট। কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানের ওপর কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে পারবেন না ট্রাম্প।
বিবিসি জানায়, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ কমাতে বৃহস্পতিবার সিনেটে একটি বিল পাস হয়। বিলের পক্ষে ডেমোক্র্যাটদের পাশাপাশি ভোট দেয় ট্রাম্পের দল রিপাবলিকানরাও।
সিনেটে এমন সিদ্ধান্তে ইরান থেকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি অনিরাপদ করে তুলবে, ট্রাম্পের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ৫৫-৪৫ ভোটে সিনেটে বিলটি পাস হয়।
এর আগে জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়ে আসে। চলতি বছরের শুরুতে ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়। এতে ক্ষুব্ধ মার্কিন আইনপ্রণেতারা ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা হ্রাসে এমন পদক্ষেপ নেন।
এ ছাড়া ট্রাম্প নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে বলে শঙ্কা সৃষ্টি হয় দেশটির সাধারণ মানুষের মধ্যেও।