ট্রাম্পের বিরুদ্ধে বিচারে হস্তক্ষেপের অভিযোগ

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তার সাবেক এক সহযোগীর বিচারে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের উপদেষ্টা ছিলেন রজার স্টোন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিচারের সাক্ষ্যে কংগ্রেসের কাছে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এজন্য মার্কিন প্রসিকিউটররা তাকে সাত থেকে ৯ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিলেন।
কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই এই সুপারিশ করা হয়েছে। তিনি বিচার বিভাগেরও সমালোচনা করেন।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সমালোচনাকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ বলে অভিযোগ করেছেন।
এদিকে হোয়াইট হাউজ থেকে ২০১৮ সালে বিদায় নেওয়া হোপ হিকস ফের ফিরে আসছেন। সাবেক যোগাযোগ পরিচালক হোপ হিকসকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com