ইতিহাস দেখুন আওয়ামী লীগ মানুষকে ভয় দেখিয়ে, মানুষের ওপর নির্যাতন চালিয়ে, মানুষের ওপর অত্যাচার করেছে।

0

আওয়ামী লীগকে পুলিশ-র‌্যাব ব্যারাকে রেখে রাজপথে আসার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিগত ১২ বছরে ৩৫ লাখ বিরোধী নেতাকর্মী বিরুদ্ধে এক লক্ষ এক হাজার মামলা দেয়া হয়েছে। অথচ সরকার মশকরা করে বলে বিএনপি আন্দোলন করতে জানে না। আপনারা আওয়ামী লীগ তো আন্দোলন করতে জানেন, তাহলে পুলিশ-র‌্যাবকে ব্যারাকে রেখে রাজপথে নামুন- তখন দেখিয়ে দেবো বিএনপি আন্দোলন করতে জানে কিনা।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) “অন্তরে মম শহীদ জিয়া” নামে সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   

মঈন খান বলেন, ‘প্রশাসন দিয়ে ক্ষমতায় থাকা যায়, কিন্তু মানুষের অন্তরে কোনদিন স্থান পাওয়া যায় না। হুমকি-ধমকি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু কোনদিন মানুষের মন জয় করা যায় না।’ 

তিনি বলেন, ‘জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের ইতিহাস দেখুন। তারা চিরদিন একই নীতিতে চলছে। তারা মানুষকে ভয় দেখিয়ে, মানুষের ওপর নির্যাতন চালিয়ে, মানুষের ওপর অত্যাচার করেছে। আমি সেই ইতিহাস পুনর্ব্যক্ত করতে চাই না। আপনারা নিজেরাই দেখেছেন, ২০০৬ সালে কীভাবে লগি-বৈঠা দিয়ে রাস্তায় মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপি সেই নির্যাতন-অত্যাচারে বিশ্বাস করে না। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও উদারনৈতিক একটি রাজনৈতিক দল। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ভোটের অধিকারে বিশ্বাসী।’

ড. মঈন খান বলেন, ‘ভোটের মাধ্যমে এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, ভোটের মাধ্যমে এদেশের ক্ষমতার পট পরিবর্তন করতে হবে। আর সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদেশের পরিবর্তন চাই।’ 

তিনি বলেন, ‘গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় সেটা আমরা স্বীকার করছি। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন সময় বিভিন্ন দেশে অত্যাচার-নির্যাতন চালিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্টরা ক্ষমতা দখল করেছিল, কিন্তু তারা কোনও সময় চিরদিন টিকে থাকতে পারেনি। এটাই হচ্ছে প্রকৃত সত্য এবং প্রকৃত ইতিহাস।’ 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আজকে আমরা আন্দোলনের মাধ্যমে আমাদের গণতন্ত্রের পূজারি আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে মুক্ত করবো আনবো। তাঁকে মুক্ত করে এনে তার নেতৃত্বে পুনরায় এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনবোই, ইনশাল্লাহ।’

এসময় সংগঠনটির উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সাদস্য ড. আব্দুল মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নির্বাহী কমিটির সাদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, কৃষকদলের সাদস্য লায়ন মো. আনোয়ার ও কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com