অন্তবর্তীকালীন সরকার আ.লীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে: আমিনুল হক

0

অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নতুন কৌশলে পুনর্বাসন করার অপচেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

গতকাল রবিবার (২০ অক্টোবর) বিকালে মোহাম্মদপুরের রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকার বাংলাদেশের জনগণের ওপরে যেভাবে জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম ও হত্যা করেছে। গত জুলাই ও আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে হাজার হাজার ছাত্র, সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে আছেন।’

‘যারা শহীদ হয়েছেন, সেই শহীদ ভাইদের রক্তের দাগ এখনও শুকায়নি, অথচ আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা যারা গত ১৭ বছর যাবৎ হত্যা ও বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা তাদের আজ্ঞাবহ, যারা গুম খুন ও হত্যার নির্দেশদাতা, যারা জুলুম নির্যাতনকারী, হত্যাকারী-খুনি, তাদেরকে বিচারের আওতায় না এনে নতুন কৌশলে এ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com