বিএনপি আন্দোলন করেছে এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য নয়: এ্যানি

0

চট্টগ্রামে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা আওয়ামী লীগের এক দলের এবং এক ব্যক্তির শাসন দেখেছি। বিএনপি আন্দোলন করেছে কিন্তু এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য নয়। বিএনপি এক ব্যক্তির শাসন দেখতে চায় না।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেলে কাজীর দেউড়ি ভিআইপি ব্যাঙ্কুয়েট হলে চট্টগ্রাম বিভাগীয় উলামা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এ কারণেই ২০১৭ সালে খালেদা জিয়া ভিশন ২০-৩০ জাতির সামনে তুলে ধরেছিলেন। এর ধারাবাহিকতায় তারেক রহমান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এই ৩১ দফার ভিত্তিতে দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হতে পারে। একটি উচ্চকক্ষ, আরেকটি নিম্নকক্ষ। সারাদেশে এই ৩১ দফা মানুষের সঙ্গে আলোচনার পর বিপুল সাড়া পেয়েছি।

তিনি বলেন, এক দলের শাসন না আসার জন্য বৃহত্তর স্বার্থে ৩১ দফার ভিত্তিতে যেন দেশ চলে সেজন্য দলে এবং দলের বাইরে বিএনপি কাজ করছে। তারেক রহমান নতুন রাজনৈতিক ধারণা নিয়ে কাজ করছে। তাই আমরা ওলামা দলকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com