জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ: খোকন

0

জনগণের ট্যাক্সের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের মানুষ ৫০ বছর পিছিয়েছে।

তারা ভিক্ষুকের টাকা পর্যন্ত চুরি করেছে। যারা ভিক্ষুকের টাকা চুরি করে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
বিএনপির জনগণের ভালোবাসা ও কল্যাণের রাজনীতি করে। আগামী দিনে জনগণের শাসক নয় সেবক হিসেবেই থাকতে চায় বিএনপি।

জনগণ থেকে প্রত্যাখ্যাত আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ উঠেছে, তারা আগামী একশ বছরেও ঘুরে দাঁড়াতে পারবে না।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর কাজিরকান্দি ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগের পুনঃজন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মজিবুর রহমান ১৯৭৫ সালে এক দলীয় শাসন বাকশাল কায়েম করে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ এবং আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র এবং সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের মূল দাবি হলো, খুব দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বেছে নিতে অধীর আগ্রহে বসে আছে। দেশে বিগত সময়ে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছে পৃথিবীর কোথাও এমন নজির নেই। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জনগণের একটাই দাবি রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com