রিজভী হাওলাদারের পরিবারকে অনুদান তুলে দেন -ড. আব্দুল মঈন খান

0

বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মৃত্যুবরণকারী রিজভী হাওলাদারের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে ‘অন্তরে মম শহীদ জিয়া’ নামে একটি সংগঠন। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় রিজভী হাওলাদারের পরিবারকে এ অনুদান তুলে দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

‘অন্তরে মম শহীদ জিয়া’-এর উপদেষ্টা ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, কৃষক দলের সদস্য লায়ন মো: আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

উল্লেখ্য, রাজধানীর যেখানেই বিএনপির কর্মসূচি চলেছে প্রায় সবখানেই দেখা মিলত রিজভী হাওলাদারের। কখনো কাফনের কাপড়ে শরীর ঢেকে, কখনো আবার ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ বা ‘তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চাই’ এমন সব ব্যানারে নিজেকে মুড়িয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর কয়েক দিন না খেয়ে টাকা জমিয়ে খালেদা জিয়ার জন্য ফল নিয়ে কারাফটকে যান রিজভী হাওলাদার। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে কারাফটকে অবস্থান করেন। এ ছাড়া বিএনপি নেত্রীর মুক্তির দাবিতে কাফনের কাপড় পরে বিভিন্ন সভা-সমাবেশে অবস্থান করেছিলেন তিনি।

গত বছরের ২৪ নভেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইন্তেকাল করেন রিজভী হাওলাদার। বিএনপিকে ভালোবেসে তিনি মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত বিএনপি কার্যালয়েই অবস্থান করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com