খালেদা জিয়া মুক্তি আন্দোলন ফেব্রুয়ারি ১৫ ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২০, রাজধানী ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে যাবে বিএনপি। একইসময়ে সারাদেশেও বিক্ষোভের আয়োজন করা হবে।
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২০, দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে এক যৌথ সভা শেষে এই কর্মসূচির কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।