আলেপ্পোয় রুশ ও সিরীয় বাহিনীর বোমা হামলায় নিহত ২৯

0

আলেপ্পোয় রুশ ও সিরীয় বাহিনীর বোমা হামলায় ২৯ বেসামরিক লোক নিহত হয়েছে। গত সোমবার আবিন সেমান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে। ইয়ন ওই এলাকায় কয়েকটি ভবন ধ্বংস স্তুপে পরিণত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

একজন উদ্ধারকারী উলের কম্বলে পেঁচিয়ে এক মেয়ে শিশুর লাশ বের করে আনে। শিশুটির এক আত্মীয় লাশটি নিয়ে যাওয়ার আবেদন করে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক। জমে যাওয়ার মতো তাপমাত্রায় স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজ চালান। তারা ধ্বংস স্তুপে আটকে পড়া এক লোক ও এক শিশুকে উদ্ধার করেন। এর আগে আলেপ্পো ও ইদলিবে রাশিয়া ও মিত্রদের বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।

ডিসেম্বর থেকে ইদলিব অঞ্চলে রুশ বাহিনীর সমর্থনে সিরিয়ান বাহিনী ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। এতে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন পাঁচ লাখ ৮৬ হাজার মানুষ। জাতিসঙ্ঘ ও মানবাধিকার সংগঠনগুলো সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু বোমা হামলা চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com