সংস্কারের বিষয়ে অভিভাবকের পরিচয় দিয়েছে বিএনপি: আলাল

0

সংস্কারের বিষয়ে বিএনপি অভিভাবকের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন কমিশনে কেমন সংস্কার চাই’ শিরোনামে সেমিনারের আয়োজন করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, স্বচ্ছতা, অস্বচ্ছতা, রাষ্ট্র এবং সরকারের বিষয়টি আলোচনা করা প্রয়োজন। নির্বাচন পদ্ধতি চালু হওয়ার পর থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বারবার বলা হয়েছে। রাষ্ট্র ও সরকারকে একাকার করলে যে দুরবস্থা হয়, সেটাই হয়েছে বাংলাদেশে।

ঐকমত্য শব্দটা আপেক্ষিক দাবি করে তিনি বলেন, বিএনপির ওপর অনেক দায়িত্ব। সংস্কারের বিষয়ে বিএনপি কিন্তু অভিভাবকের পরিচয় দিয়েছে। নির্বাচিত হলেও পরে অন্যান্য দল নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। আমাদের সমস্যা অনেক জায়গায়। সব জায়গায় কিছু কিছু নতুন জিনিস সংযুক্ত দরকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com