নিষেধাজ্ঞা অমান্য করে পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে উ. কোরিয়া, বললো জাতিসংঘ
২০১৯ সালে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর তৈরি করা ৬৭ পৃষ্ঠার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।
প্রতিবেদনে বলা হয়েছে, পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি পিয়ংইয়ং ২০১৯ সালে নিষেধাজ্ঞার আওতায় থাকা লাখ লাখ টন পদার্থ রপ্তানি করেছে, যার মধ্যে রয়েছে ৩৭ লাখ ঘনমিটার কয়লা যার মূল্য ৩৭ কোটি ডলার। চীনের তিনটি বন্দর ব্যবহার করে গত বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে এই কাজ সম্পন্ন হয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে জাহাজ থেকে জাহাজে পরিশোধিত তেল আমদানি করেছে। এ ছাড়া, দেশটি আন্তর্জাতিক কিছু আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালিয়েছে।