টাকা দিয়ে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে আ.লীগ: এ্যানি
চট্টগ্রাম পূজামণ্ডপে ইসলামী সংগীত নিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘এটা সনাতন ধর্মের ওপর যেমন আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। হিন্দুদের পূজায় যেমন ইসলামী সংগীত হিন্দুদের কাছে ভালো লাগবে না, ঠিক একইভাবে মসজিদে যদি কীর্তন করে সেটাও মুসলমানদের ভালো লাগবে না।’
শুক্রবার (১১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার জিউর আখড়ার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির এই নেতা বলেন, ‘এগুলো সহ্য করার মতো ঘটনা নয়। একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে তারা নেমেছে। তারা (আওয়ামী লীগ) অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না।’
এ্যানি বলেন, ‘যারা এদেশে গুম-খুন করেছে, কোটি কোটি টাকা পাচার করছে, তারা (আওয়ামী লীগ) ওপার (ভারত) থেকে বসে আরেকটা ষড়যন্ত্র করছে। ধর্মের ওপর আঘাতের চেষ্টা কিন্তু তাদের ষড়যন্ত্রের অংশ। এটা মেনে নেওয়ার মতো না। আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কারণ ১৯৭১ সালের স্বাধীনতার পর আমরা ২০২৪ সালে আরেকটা স্বাধীনতা পেয়েছি।’