চলতি সপ্তাহেই তালেবানদের সঙ্গে সংঘাত কমানোর চুক্তি ঘোষণা করতে পারে যুক্তরাষ্ট্র

0

এই বিষয়টির সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা সিএনএনকে জানান, চুক্তিটিকে সংঘাত সংকোচন ঘোষণা নামে অভিহিত করা হতে পারে।

এই চুক্তিতে অস্ত্রবিরতির একটি সময়সীমা থাকবে। এর উপর ভিত্তি করেই ভবিষ্যতে একটি দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করতে চান। প্রথম ধাপে সৈন্য কমিয়ে ৮ হাজার ৬০০ তে নামিয়ে আনা হতে পারে। বর্তমানে দেশটিতে ১২ থেকে ১৩ হাজার মার্কিন সেনা রয়েছে।

তবে তালিবানরা এই বিষয়ে কী ভাবছে তা জানাতে পারেননি এই কর্মকর্তারা। সকল তালিবান যোদ্ধা চুক্তির শর্ত মেনে নেবেন কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়।

কিছু মার্কিন কর্মকর্তার শঙ্কা, আইএস সমর্থিত আইএস-খোরাসান এই চুক্তির ফায়দা নিয়ে তরুণ তালিবানদের নিজেদের দিকে আকৃষ্ট করতে পারে।
মঙ্গলবার এক টুইট বার্তায় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাকে বলেছেন, আফগানিস্তানে সংঘাত বন্ধের একটি প্রক্রিয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে তালিবানরা। ঘানি জানান, তিনি বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com