আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে: চরমোনাই

0

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশের প্রায় দুইবারের বাজেটের সমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।

বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথার ওপর প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের গরিব, শ্রমিক, কামার, ও সাধারণ মানুষরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেয়, যা সরকারের আয়ের মূল উৎস। অথচ সেই অর্থ সঠিকভাবে জনগণের উন্নয়নে ব্যবহৃত হয় না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, এমনকি ভিক্ষার টাকাতেও কর বসানো হয়। সরকার জনগণের টাকায় চলে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার না হলে সরকার জনগণের কোনো উপকারে আসে না।

মুফতী ফয়জুল করিম বলেন, সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি। বরং সরকার শুধুমাত্র নিজের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আইন পাস করেছে। সরকারের পাশ করা আইনের মাধ্যমে জাতিকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতার পরিপন্থি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, তাহলে এমন সরকারেরই কোনো প্রয়োজন নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com