মার্কিনীদের ইরানে প্রত্যাবর্তন করার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না, বললেন হাসান রুহানি

0

ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরান থেকে মার্কিনীদের বহিষ্কার করা হয় উল্লেখ করে তিনি আরও বলেন, বিষয়টি সহজে মেনে নেয়া ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়। পার্সটুডে

প্রেসিডেন্ট রুহানি মঙ্গলবার দুপুরে রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা শেষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামি বিপ্লব কেবল ইরান নয় সেইসঙ্গে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল, মুসলিম বিশ্ব এবং স্বাধীনচেতা মানুষের ওপর গভীর প্রভাব ফেলেছে।

ইরানের শক্তিমত্ত্বা তুলে ধরে হাসান রুহানি বলেন, ইরানের শক্তিমত্তা সম্পর্কে সম্যক অবগত থাকার কারণে আমেরিকা ও ইসরাইল গোড়া থেকেই ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ঘোর শত্রুতা করে এসেছে। গতমাসে ইরাকে মার্কিন সন্ত্রাসী হামলায় নিহত ইরানি জেনারেল কাসেম সোলাইমানির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জেনারেল সোলাইমানি মধ্যপ্রাচের বিভিন্ন দেশ বিশেষ করে ইরাক, সিরিয়া ও লেবাননে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com