বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এখানে সবার পরিচয় বাংলাদেশি: মীর হেলাল
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এখানে সবার পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। আমরা চাই সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে। আমরা সংখ্যালঘুতে বিশ্বাস করি না, সবার পরিচয় বাংলাদেশি।’
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পৌরসভার পূজামণ্ডপে শৃঙ্খলায় নিয়োজিত কর্মীদের তিনি এসব কথা বলেন।
মীর হেলাল বলেন, ‘গত ১৭ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আওয়ামী লীগ নিজেরা সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা করে সংখ্যালঘু ইস্যু সৃষ্টির পাঁয়তারা করতো। তারা মুখে অসাম্প্রদায়িক বলতো কিন্তু সাম্প্রদায়িক উসকানি দিয়ে সমাজিক বন্ধন নষ্ট করতো। সারা বাংলাদেশে মন্দিরে হামলা করে বিএনপি নেতাদের নামে মামলা দিয়েছে। এখন ফ্যাসিবাদীরা নেই, কিন্তু তাদের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই দুর্গাপূজার সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিএনপি।’
তিনি বলেন, ‘দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান। কোনো ভয়ভীতি ছাড়া আনন্দ উদযাপন করে যাতে পূজা অনুষ্ঠিত হয় সেজন্য তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তা ও সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বিএনপি।’