কমলাকে সমর্থন করে ফলোয়ার বেড়েছে সুইফটের
কিছুদিন আগেই পপ তারকা টেইলর সুইফট নিশ্চিত করে জানিয়েছেন, তিনি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন। আর এই ঘোষণা দেয়ার পর থেকেই হু হু করে বাড়ছে তার ফলোয়ারের সংখ্যা।
১০ সেপ্টেম্বর টেইলর সুইফট জানান তিনি কমলাকে সমর্থন করবেন। এরপর থেকে ৩ অক্টোবর পর্যন্ত স্পটিফাইতে তার ফলোয়ার বেড়েছে ১.৮৫ মিলিয়ন। অ্যানালাইটিকস ফার্ম ‘চার্মেট্রিক’ জানিয়েছে এই তথ্য।
স্পটিফাইতে ফলোয়ারের দিক দিয়ে শীর্ষে আছেন অরিজিৎ সিং। অরিজিতের ফলোয়ারের সংখ্যা ১২৩.২৯ মিলিয়ন। এরপরেই আছেন টেইলর সুইফট, দ্বিতীয় স্থানে। টেইলর সুইফটের মোট ফলোয়ারের সংখ্যা ১২২.৫৬ মিলিয়ন।
তবে ফলোয়ার বাড়ার পাশাপাশি কিছু ফলোয়ার হারিয়েছেন সুইফট। ট্রাম্প সমর্থকদের কেউ কেউ আনফলো করেছেন গায়িকাকে। জানা গেছে ১০ সেপ্টেম্বরের পরে ৩ শতাংশ ফলোয়ার কমেছে সুইফটের।
যুক্তরাষ্ট্রের নাগরিকেরা তাঁদের নতুন প্রেসিডেন্ট বেছে নিতে আগামী ৫ নভেম্বর নির্বাচনে ভোট দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে, নাকি দ্বিতীয় মেয়াদে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প?