‘বিদেশে ব্যর্থতার দায় সম্পূর্ণ খেলোয়াড়দের’

0

বিদেশের মাটিতে টানা হেরেই চলেছে বাংলাদেশ। তাও যেনতেন হার নয়। ইনিংস পরাজয়! ভারতের পর পাকিস্তানের মাটি থেকে ইনিংস হারের লজ্জা নিয়ে গতকাল দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দলের একাংশ। বাকিরা আসবেন আজ সকালে। গতকাল তামিম-মুমিনুলদের ইনিংস পরাজয় নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘লঙ্গার ভার্সন ক্রিকেটে এটা অবশ্যই একটা চিন্তার কারণ। কারণ বিদেশের মাটিতে পারফরম্যান্স সবার ওপরে। লাল বলের ক্রিকেটকে কীভাবে নিচ্ছেন, কীভাবে প্ল্যান করছেন। ওই পরিকল্পনায় আমরা পুরোপুরি যেতে পারছি কিনা।

পাঁচ দিন ক্রিকেটা খেলার মন মানসিকতা না থাকলে কঠিন। এই জায়গা থেকে ফিরে আসা। ক্রিকেটাররা লঙ্গার ভার্সনে ঘরের মাঠে ভালোই খেলছে। বিদেশে গিয়ে পারছে না। এটা অবশ্যই চিন্তার বিষয়। ম্যানেজম্যান্টের সঙ্গে বসে যেটা ভালো, যেটা করণীয় সেটাই করতে হবে।’

দায় সম্পূর্ণ খেলোয়াড়দের
পারফরম্যান্স সম্পূর্ণ খেলোয়াড়দের ওপর। যতটুকু সুযোগ সুবিধা পাওয়ার ওরা কিন্তু সবই পাচ্ছে। লঙ্গার ভার্সন ক্রিকেটে কোনো ঘাটতি নেই। প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে, যাওয়ার আগেও বিসিএলের ম্যাচ খেলে গেছে। এমনকি সবাই পারফর্ম করে গেছে। এমন না যে আপনি ৪ দিনের ম্যাচ না খেলে ৫ দিনের ম্যাচে নেমে গেছেন। পারফরম্যান্স সবার ওপরে, এর সঙ্গে কোনো কমপ্রমাইজ নেই। এটা নিয়ে সব সময় আলোচনা হচ্ছে। অনেক খেলোয়াড়রা অভিজ্ঞতা সম্পন্ন। আমাদের তিন ফরম্যাটের সবাই পরিপক্ব। এসব ক্ষেত্রে আমরা আরো ভালো পারফম্যান্স চাই। সামনে ঘরের মাঠে টেস্ট আছে। এরপর আবার পাকিস্তানে যেতে হবে। সেই হিসেবে আমরা চাই যে ইতিবাচক ক্রিকেট খেলুক।

ঘরোয়া ক্রিকেটে শতভাগ দিতে হবে
আপনি যদি ঘরোয়া ক্রিকেটে ৮৫-৯০ ভাগ ধারাবাহিক পারফর্ম করতে পারেন তাহলে জাতীয় দলে গিয়ে ৪৫-৫০ শতাংশের বেশি দিতে পারবেন না। সেই হিসেবে ঘরোয়াতে ১০০ ভাগ দিলে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০ ভাগ পারা যায়। আমি মনে করি খেলোয়াড়দের ভালো খেলার সামর্থ্য আছে। একটু যদি লেভেলটা উঁচু করে পাঁচ দিনের ক্রিকেটে অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবে।

পরিবর্তনের জন্য সময় দরকার
চাইলেই তো সব ক্রিকেটারকে আপনি চেঞ্জ করে দিতে পারেন না। একটা দল থেকে আপনি ফলা পাচ্ছেন না, একটু অপেক্ষা করতে হবে। এদেরকে একটু দেখাশোনা করতে হবে। এরপর আগামী দিনের জন্য প্রস্তুত করতে হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা
উত্থান-পতন আছে ক্রিকেটে। একটা দল কোনোদিন বলতে পারবে না যে আমি একই স্ট্যান্ডার্ডে ক্রিকেট খেলবো। আমরা ৬ মাস ধরে খারাপ খেলছি, আশা করছি ঘরের মাঠের সিরিজ দিয়ে আমরা আবারো ঘুরে দাঁড়াবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com