ছোটখাটো বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে: জামায়াত

0

বৈষম্য এখনো দূর হয়নি, সাময়িক একটু স্বস্তি এসেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আগস্ট বিপ্লব ‘হুদাইবিয়ার’ পরিবেশ সৃষ্টি করেছে। আমরা ছোটখাট সব বৈষম্য দূর করব ইনশাআল্লাহ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জামায়াতে ইসলামীর পাবনা জেলার ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মাত্র দুই মাসের মধ্যে দেশ পাল্টে যাবে তা কেউ কল্পনাও করতে পারিনি। তবে ১৮ কোটি মানুষ এখন স্বস্তির সঙ্গে নিশ্বাস নিতে পারছে। ছাত্র-জনতার আন্দোলনে প্রচুর রক্ত ও ত্যাগের বিনিময়ে স্বৈরাচারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু সমাজ থেকে এখনো বৈষম্য দূর হয়নি। তাই সমাজ থেকে ছোটখাটো বৈষম্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতিটা সদস্য (রুকন) আগে পাল্টাবে এরপর তারা দেশটাকে পাল্টাবে। আল্লাহর সৃষ্টি যা আছে সবগুলোকে সম্মান করতে হবে। মানুষকে মানুষ হিসাবে মনে করতে হবে আর আল্লাহর পথে ডাকতে হবে।

তিনি বলেন, আমাদের বিরোধিতা যারা করেন তাদের অভিনন্দন জানাই। তারা বিরোধিতা করেন বলেই এই সংগঠনের চর্চা হয়। আমরা যেটা পৌঁছাতে পারতাম না তারা সেটা পৌঁছে দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com