আড়াইটায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন স্বজনরা

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন তাঁর স্বজনরা। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় হাসপাতালের (সাবেক আইপিজিএমআর) কেবিন ব্লকে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে ও তাঁর খোঁজখবর নিতে যাবেন পরিবারের সদস্যরা।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে দিদার জানান, পরিবারের সদস্যদের মধ্যে বেগম খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার,তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতালে সাক্ষাৎ করতে যেতে পারেন। 

এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তাঁর স্বজনরা সাক্ষাৎ করেছিল। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com