সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গত ৯ সেপ্টেম্বর সোমবার মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক উক্ত সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান, নেপাল, কাস্মীরসহ ১১টি দেশের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, বেলজিয়াম সুইজারল্যান্ড থেকে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যাক্তিরা।
এদের মধ্যে ইব্রাহিম, রিজভী আহমেদ, তামজিদ হোসেইন, ইকবাল চৌধুরী, দিলারা মালিক, সাইদুর রহমান লিটন, ইসমাইল হোসেন কাউসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বাংলাদেশের পলায়নরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে সকল গণহত্যার বিচার দাবি করেন।
এছাড়াও সেমিনারে মিসেস দিলারা মালিক তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরেন।