বিএনপির নাম ব্যবহার করে দখল-চাঁদাবাজি করলে সেনা ক্যাম্পে অভিযোগ দেওয়ার আহ্বান ইশরাকের
বিএনপির নাম ব্যবহার করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ দিতে বলেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (২৮ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার কোনো বাজার, মার্কেট, হকার বা অন্য কোনো বাণিজ্যিক এলাকা/স্থাপনায় আমার অথবা আমাদের দলের নাম ব্যবহার করে চাঁদা চাইলে/দখল করতে চাইলে নিকটস্থ সেনা ক্যাম্পে অভিযোগ দিন।
আমিও দলের নির্দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠি নিয়ে নামব। আর এক মুহূর্ত ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি।