আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না: আমিনুল হক

0

আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার ছাত্র ভাইদের এই শেখ হাসিনার আজ্ঞাবহ প্রশাসনের লোকেরা যেভাবে হত্যা করেছে,আমাদের বিএনপির নেতাকর্মীদের যেভাবে হত্যা করেছে এবং যেভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে। সেসব হত্যার বিচারের জন্য আমরা এবং সারা বাংলাদেশের মানুষ আজকে একত্রিত হয়েছি।

শেখ হাসিনাসহ তার অবৈধ মন্ত্রী-এমপি ও আজ্ঞাবহ সকল প্রশাসনের কর্মকর্তাদের বাংলার মাটিতে বিচার চাই এবং বাংলার মাটিতেই তাদের বিচার হবে।

গতকাল বুধবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর উত্তরখানের দোবাদিয়ায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত উত্তরখান থানার ৪৪ নং ওয়ার্ড বিএনপির যুববিষয়ক সম্পাদক জুবায়ের রহমানের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নিয়ে ও আর্থিক সহায়তা প্রদানের সময়ে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ছাত্র -জনতার আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা আজকে ভিকটিম, যারা আজকে স্বজন হারিয়েছে, আমরা চাই তাদের মাধ্যমে হত্যাকারীদের প্রত্যেকের নামে মামলা দিয়ে এবং আইনের আওতায় এনে যেন বিচার হয়। এজন্য আমরা আন্দোলনে শহীদ হওয়া প্রত্যেকটি পরিবারকে অনুরোধ করছি।

আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি, যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়।

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিতকরণ এবং একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা,যেই সরকার এদেশের জনগণের কথা মতো চলবে।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যেক শহীদের পরিবারের খোঁজখবর রাখছি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

এ সময় নিহত জুবায়ের রহমানের বাবা সবুর বেপারী তার বক্তব্যে পুত্র হত্যার সঠিক বিচার দাবি করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com