বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ স্বেচ্ছাসেবক দলের
বন্যায় দুর্গতদের মাঝে খাদ্যদ্রব্যসহ ওষুধপত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শুক্রবার দিনব্যাপী ফেনী জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী খাদ্য বিতরণের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালান।
আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, আইন সম্পাদক দেলোয়ার জাহান রুমি, অর্থ সম্পাদক কামরুজ্জামান হীরা সহ যোগাযোগ সম্পাদক শাহাদাত হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ সবুজ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতৃবৃন্দ।
তারা আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ পত্র পৌঁছে দেন।