ষষ্ঠবারের মতো আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত আইসল্যান্ডে

0

দক্ষিণপশ্চিম আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরিতে ডিসেম্বরের পর ষষ্ঠবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

আইসল্যান্ডের আবহাওয়া বিভাগা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উৎগীরণ শুরু হয়। এ সময় আগ্নেয়গিরিটি থেকে লাল লাভা বেরিয়ে আসতে থাকে।

আইসল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে কোনো জীবন হুমকির মুখে পড়েনি। তাছাড়া আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

আঞ্চলিক পুলিশ প্রধান উলফার লুডভিকসন বলেছেন, গ্রিন্ডাভিকের নিকটবর্তী মাছ ধরার গ্রাম থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজটি ভালভাবে চলছে।

আইসল্যান্ডের ন্যাশনাল এয়ারপোর্ট ও এয়ার ন্যাভিগেশন সার্ভিস প্রোভাইডার ইসাভিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যে দেশ থেকে আসা এবং যাওয়া ফ্লাইট চলমান অগ্ন্যুৎপাত সত্ত্বেও ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্র: আল-জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com