ভারত বাঁধ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে: জাতীয় পার্টি

0

ভারত বাঁধ খুলে দেওয়ার কারণেই বাংলাদেশে এই ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)। দলটির নেতারা মনে করেন, ভারতের পক্ষ থেকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় দেশে বন্যা দেখা দিয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় নেতারা এমন মনোভাব ব্যক্ত করেন।

বন্যা দুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বন্যা দুর্গতরা আমাদের ভাই। আমরা তাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকবো। এমন মানবিক বিপর্যয়ে ভাইদের পাশে আমরা সবসময় থাকবো। একইসঙ্গে বন্যা পরবর্তী পুনর্বাসন কাজেও জাতীয় পার্টি দুর্গত মানুষের পাশে থাকবে।’

তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকার চাইলে আমরা তাদেরও সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।’ তিনি মহান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, যারা বন্যায় নিহত হয়েছেন, তাদের যেন মহান আল্লাহ শহীদী মর্যাদা দান করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com