আইন নিজের হাতে তুলে নেবেন না, আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে: এ্যানী

0

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনের মাধ্যমে সন্ত্রাসীদের বিচার করা হবে।’

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকালে শেখ হাসিনার বিচার দাবিতে লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এ্যানী বলেন, ‘কোনোভাবে বিএনপির নেতাকর্মীরা যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে হত্যা, গুম ও হামলার বিচার করা হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে নির্বাচন দেবে। এ জন্য বিএনপি বর্তমান সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে।’

এদিকে বিকালে লক্ষ্মীপুর শহরের উত্তর স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরিয়েট স্কুলে গিয়ে শেষ হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com