ববির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ

0

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্ৰাউন্ড ফ্লোরে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সংহতির আয়োজন করে। এ খবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকে সেখানে জড়ো হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগ ও পুলিশ বাধা দেয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই নারী শিক্ষার্থী ও ববি কোটা আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জনকে ধরে নিয়ে যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com