ববির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ ১২ জনকে ধরে নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্ৰাউন্ড ফ্লোরে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সংহতির আয়োজন করে। এ খবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা আগে থেকে সেখানে জড়ো হতে থাকেন। পরে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতারা সেখানে উপস্থিত হয়ে মিছিল বের করার চেষ্টা করলে ছাত্রলীগ ও পুলিশ বাধা দেয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই নারী শিক্ষার্থী ও ববি কোটা আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভসহ ১২ জনকে ধরে নিয়ে যায়।