যশোরে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ উদীচীর
শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে প্রেস ক্লাবের সামনের ফুটপাতে দাঁড়িয়ে গান গেয়ে এ প্রতিবাদী সমাবেশ করেন তারা।
উদীচী শিল্পগোষ্ঠী যশোরের আয়োজনে এ প্রতিবাদী সমাবেশে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জেলা শিল্পকলা একাডেমির নেতারা। সমাবেশে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, হত্যা এবং রাষ্ট্রীয় স্থাপনায় নাশকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় একাধিক গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব, উদীচী যশোর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুল প্রমুখ।
সাজ্জাদুর রহমান বিপ্লব বলেন, সম্প্রতি কোটাবিরোধী আন্দোলন ঘিরে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে ছাত্রদের ওপর ঢালাওভাবে নির্যাতন চালিয়েছে। আমরা অবিলম্বে এ হত্যাকাণ্ডের বিচার চাই।