কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি: গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ

0

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ এর কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল করেন তারা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে মিছিল বের হয়। পরে মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর তারা বাস টার্মিনাল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় রাস্তার দুই পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখেন। পরে গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের কয়েকজন আইনজীবী ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

টানা দুই ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাঁধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com