চবিতে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মানববন্ধন শিক্ষকদের
কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা, গুম গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছেন নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষকরা।
বুধবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
চবি নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের সমন্বয়ক ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকেরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষ দোয়া পরিচালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদুল হক।
মানববন্ধনে রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষ ও শ্রমজীবীদের ওপরও গুলি চালানো হয়েছে, যারা কি-না পরিবারের প্রয়োজনে বাইরে বের হয়েছিল। এতে করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা করা হয়েছে।
চবি নিপীড়নবিরোধী শিক্ষক ঐক্যের সমন্বয়ক ড. মো. আতিয়ার রহমান বলেন, দেরিতে হলেও আমরা সংহতি জানাতে পেরেছি। চলমান নিপীড়নের প্রতিবাদে সরব হতে শিক্ষকদের প্রতি আহ্বান থাকবে। পরিস্থিতি বিবেচনায় আমাদের প্রতিবাদ চলমান থাকবে।