ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলা সংলগ্ন টোলপ্লাজা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে।
এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’- এমন নানান ধরনের স্লোগান দিচ্ছেন।
এদিকে শনির আখড়ায়ও আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন। এছাড়া রায়েরবাগে সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
এর আগে এদিন সকাল থেকে যাত্রাবাড়ীতে অবস্থান নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।