কোটা আন্দোলনের জেরে ইডেনের শিক্ষার্থীদের মারধর করল ছাত্রলীগের নেতাকর্মীরা

0

কোটা আন্দোলনের জেরে ইডেন কলেজের ভেতর ছাত্রলীগের নেতাকর্মীদের মারধর শিকার হয়েছেন শিক্ষার্থী। এদের মধ্যে অন্তত ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহতরা হলেন, মার্কেটিংয়ের মাস্টার্সের ছাত্রী ও সমাজতান্ত্রীক ছাত্রফন্টের ইডেন কলেজ শাখা সভাপতি শাহিনুর সুমি (২৮), ম্যানেজমেন্টের সায়মা (২৫), রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের তামান্না (২২) ও ২য় বর্ষের সানজিদা (২১)।

আহতরা ও তাদের সহপাঠীরা জানান, চলমান কোটা সংস্কার আন্দোলনে তারা অংশ নিয়ে আসছিলেন। আজ যখন তারা টিএসসিতে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাবেন সে সময় ইডেনের ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের ভিতর তাদের উপর চড়াও হয়।

এক পর্যায়ে তাদেরকে মারধর করে। মোবাইল ফোন দিয়ে সুমির মাথায় আঘাত কর সহপাঠীরা প্রথমে আহতদেরকে উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com