কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের সমর্থন জানিয়ে মধ্যরাতে রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান
কোটা নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে হল থেকে বেরিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের একটি দল প্রধানমন্ত্রী মন্তব্যকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসে অবস্থানের পাশাপাশি বিক্ষোভ মিছিল করে।
রোববার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এর আগে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করলে বঙ্গবন্ধু হলের সামনে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ সময় ক্যাম্পাসে বাইক শোডাউন নিয়ে বের হয় ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো বঙ্গবন্ধু হলের সামনে মিলিত হয়।
‘মুক্তিযুদ্ধের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘আছিস যারা রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘হৈ হৈ রই রই, রাজাকার গেলি কই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ এমন সব স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা।