কোটা সংস্কারের দাবিতে চবি শিক্ষার্থীদের ওপর দফায় দফায় লাঠিচার্জ, সহ-সমন্বয়কারী আহত

0

কোটাপদ্ধতি সংস্কারের একদফা দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের ওপর কয়েক দফায় লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আন্দোলনের সহ-সমন্বয়কারী তালাহ রাফিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ‘বাংলা ব্লকেড কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধ করতে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হন শিক্ষার্থীরা। এসময় তারা ছত্রভঙ্গ হয়ে নগরীর দুই নম্বর গেটে অবস্থান নিতে গেলে এখানেও একদফা লাঠিচার্জ করে পুলিশ।

পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। পরে তারা একত্রিত হয়ে আবারও দুই নম্বর গেটে অবস্থান নেন। সেখানে শতাধিক শিক্ষার্থী দেখে পিছু হটে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহম্মেদ বলেন, ‘হামলা করে আমাদের মনোবল দুর্বল করা যাবে না। সব হামলা রুখে দিয়ে ছাত্রসমাজ রাজপথে থেকেই দাবি আদায় করবে। কুবিতে আমাদের ভাইদের ওপর হামলা করা হয়েছে। টাইগার পাসে বোনদের ওপর হামলা করা হয়েছে। এসব হামলা, মামলা করে আমাদের রুখে দেওয়া যাবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com