লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই

0

লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাটে আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে দোকানগুলোর মালামাল ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে হার্ডওয়্যার, প্লাস্টিক ও কাপড়ের দোকান রয়েছে।

কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

এদিকে আগুনে পুড়ে দোকানগুলো ছাই হয়ে যাওয়ার ঘটনায় ঘটনাস্থল পৌঁছাতে ফায়ার সার্ভিসের সময়ক্ষেপণকে দায়ী করেছেন দুজন ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান স্বপন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ জুলাই) ফজরের নামাজের পরপরই বাজারের দক্ষিণ পাশে অগ্নিকাণ্ড ঘটে। এর পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন সময়মতো আসেননি। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহমান স্বপন ও স্থানীয় দুজন ব্যবসায়ী বলেন, ফোন কল দেওয়ার এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসেছে। অথচ ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১১ কিলোমিটার। এছাড়া যোগাযোগ ব্যবস্থাও উন্নত। তাদের সময়ক্ষেপণের কারণেই ১৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও আগে এলে ক্ষয়ক্ষতি কম হতো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com