দুর্নীতিতে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মাহমুদ ফয়সালকে মানছে না বগুড়াবাসী

0

দুর্নীতিতে অভিযুক্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কর) কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে বগুড়ায় বদলির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা যুব ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার দুপুরে নিশিন্দারা উপশহর এলাকায় কর কমিশনারে কার্যালয়ে (অঞ্চল-১) সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা যুব ইউনিয়নের সভাপতি ফারহানা আক্তারের সভাপতিত্বে ও সহসভাপতি মামুনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ফরিদ, বাংলাদেশ কৃষক সমিতি জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সিপিবি বগুড়া জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম, সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান, যুব ইউনিয়ন জেলা কমিটির সহসাধারণ সম্পাদক সাবেকুন নাহার, খেতমজুর সমিতি সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন জেলা কমিটির সদস্য সাদ্দাম হোসেন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা এনবিআর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালকে চাকরিচ্যুতির দাবি জানিয়ে বলেন, বগুড়ার মাটিতে তার স্থান হবে না। দুর্নীতিবাজ ওই কর্মকর্তাকে বগুড়া কর কমিশনারের কার্যালয়ে বদলির আদেশ প্রত্যাহারসহ তাকে চাকরিচ্যুত না করা পর্যন্ত বগুড়ায় লাগাতার আন্দোলন চলবে।

বক্তারা আরও বলেন, দেশে এখন দুর্নীতি-লুটপাটের মচ্ছব চলছে। দুর্নীতির মাধ্যমে উপার্জিত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার দুর্নীতিবাজদের আশ্রয়-প্রশ্রয়দাতা। সরকারের আশ্রয়-প্রশ্রয় পেয়েই দুর্নীতিবাজরা এখন বেপরোয়া ও লাগামছাড়া।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com