কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অচল সায়েন্সল্যাব মোড়

0

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন৷

এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিল ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে ইডেনের শিক্ষার্থীরাও যোগ দেন৷ পরে একসঙ্গে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন৷

কোটাবিরোধী আন্দোলন: শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব মোড়

শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে৷ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা সরকারি চাকরিতে বৈষম্য চাই না৷ সাংবিধানিকভাবে সবার সমান অধিকার নিশ্চিত চাই৷

অবরোধে যোগ দেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী সায়েম শামীম বলেন, সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে৷ দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে৷ বৈষম্যের সঙ্গে আমরা কোনো আপস করবো না৷

এসময় শিক্ষার্থীরা ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন৷

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com