১০০ যাত্রী নিয়ে এয়ারপোর্টে আছড়ে পড়ল বিমান
রোববার রাশিয়ার মস্কো থেকে হাজার মাইল দূরে উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে যাত্রীবাহী ওই বিমানটি ভেঙে পড়ে। তবে ঘটনায় কোনও যাত্রীর ক্ষতি হয়নি বলে জানিয়েছে উটাইর এয়ার কর্তৃপক্ষ।
জানা গেছে, ল্যান্ডিং গিয়ারে সমস্যা থাকার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ ব্মিানটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ে। এসময় বিমানের চাকা মাটি ছোঁয়ার আগেই বিমানের পেছনের অংশ রানওয়ে স্পর্শ করে। সে সময় বিমানে আগুন লাগতে পারে এই আশঙ্কায় তড়িঘড়ি করে সমস্ত যাত্রী ও ক্রু মেম্বারদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।এরপরপরই বিমানটিতে আগুন লেগে যায়।
তবে অনেকেই ধারণা করছেন, ঠিক যে সময় ওই বিমানটি রানওয়েতে অবতরণ করছিলো সে সময়, ওই এলাকায় তাপমাত্রা ছিলো মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে প্রবল বেগে বাতাস। এর কারণেই হয়তো দুর্ঘটনা ঘটতে পারে।