কোটা বাতিলের দাবিতে আজ বিক্ষোভ, কাল ছাত্র ধর্মঘট, কোটা বাতিল দাবিতে অনড় শিক্ষার্থীরা

0

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ (শনিবার) তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবেন। কাল (রোববার) ক্লাস-পরীক্ষা বর্জন করে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করবেন। শুক্রবারও কয়েকটি স্থানে সড়ক অবরোধ ও মানববন্ধন এবং অনলাইনে কোটাবিরোধী প্রচারণা চালান শিক্ষার্থীরা।

এর আগে দুদফায় সারা দেশে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা বলছেন, কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে আন্দোলন করছেন তারা। কোটাব্যবস্থা বাতিল না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি এ সমর্থন জানায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com