২৪ ঘণ্টা নাটকীয়তার পর দিল্লি নির্বাচনের ভোটর উপস্থিতির হার প্রকাশ করলো ভারতীয় নির্বাচন কমিশনের, কারচুপির শঙ্কা এএপির

0

২৪ ঘণ্টা নাটকীয়তার পর দিল্লি নির্বাচনের ভোটর উপস্থিতির হার প্রকাশ করলো ভারতীয় নির্বাচন কমিশনের, কারচুপির শঙ্কা এএপির

আসিফুজ্জামান পৃথিল : বিধানসভাটিতে ভোট দিয়েছেন ৬২.৫৯ শতাংশ। ২০১৫ সালের নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিলো ৬৭.৫ শতাংশ।

রোববার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী কর্মকর্তা রণবীর সিং এক সংবাদ সম্মেলনে জানান, সব কেন্দ্র মিলিয়ে ভোটের সংখ্যা গণনায় সময় লাগাতেই এই দেরি।

রণবির বলেন, ‘কোথায় কত ভোট পড়েছে, রিটার্নিং অফিসাররাই প্রতিবেদন দেন। রাত ভর তা নিয়ে ব্যস্ত ছিলেন তারা। তারপর হিসাব মেলাতে বসেছিলেন। এতেই অনেকটা সময় লেগে গিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ কাজ সঠিক ভাবে হওয়াটাই উচিত।’

এর আগে টুইটারে আম আদমি পার্টি প্রধান বলেন, ‘নির্বাচন কমিশন আসলে করছেটা কি? তারা কেনো ভোটগ্রহণের পরিমাণ জানাচ্ছেন না। ভোট গ্রহণের পর তো অনেকগুলো সময় পার হয়ে গেলো।’

এদিকে ক্ষমতাসীন আম আদমি পার্টি কারচুপি হয়েতে পারে দাবি করে দুইটি ভিডিও প্রকাশ করেছে।

টুইটারে দুটি ভিডিও পোস্ট করেছেন আম আদমি পার্টির শীর্ষ নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। তিনি দাবি করেছেন কোনও নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াই একটি কেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়া হয়েছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আশেপাশে গননা কেন্দ্র না থাকলেও একটি অজ্ঞাত স্থানে কিছু ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। অবশ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সব ইভিএমই সিল করে সরাসরি স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয়েছে, কোনও দুর্নীতির ঘটনা ঘটেনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com