খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে এবং দেশের গণতন্ত্রও মুক্তি পাবে: সরোয়ার
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে এলে সেই নির্বাচনে শেখ হাসিনা জিততে পারবে না। আর এজন্যই মিথ্যা মামলা থেকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হচ্ছে না।’
বুধবার (৩ জুলাই) দুপুরের দিকে ভোলা জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ের চত্বরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে এবং দেশের গণতন্ত্রও মুক্তি পাবে।’
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের চত্বরে সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।