পটুয়াখালীতে যুবদলের মিছিলে দুর্বৃত্তদের হামলা
জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে যুবদলের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তা। এতে যুবদল ও সেচ্ছাসেবকদলের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) সকালে শহরের স্বনির্ভর সড়কে পটুয়াখালী প্রেসক্লাব ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রাঙ্গাবালী উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি মো. শাকিলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন। অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হোটেল আল কায়সারের পেছন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা দিলে এ সময় দুর্বৃত্তরা হামলা চালায়।